রঘুনাথগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই ৫টি দোকান

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ জানুয়ারি: শুক্রবার রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার দাদাঠাকুর মোড়ের পাঁচটি দোকান।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত ন’টা নাগাদ দাদাঠাকুর মোড়ের একটি অস্থায়ী দোকানে প্রথমে আগুন লাগে। তারপর হওয়াতে সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। শেষ পাওয়া খবরে জানা গেছে, রাত্রি দশটা পর্যন্ত ভস্মীভূত হয়ে গেছে প্রায় ৫ টি দোকান।

এলাকাবাসীরা জানান, ভস্মীভূত হয়ে যাওয়া দোকানগুলি সবকটি পৌরসভার জমিতে অস্থায়ী ভাবে গড়ে উঠেছিল এবং দোকানগুলির মধ্যে কাপড়ের দোকান, ব্যাগের দোকান, ফলের দোকান সবই রয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত্রি প্রায় দশটা নাগাদ ধুলিয়ান থেকে একটি দমকলের গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করেছে। যদিও দোকানগুলোর মধ্যে থাকা সিলিন্ডার ফেটে আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যদিকে, যেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার থেকে ঢিলছোড়া দূরত্বে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল। এই ঘটনার পরে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকল বাহিনী। হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here