সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৪ জুলাই: পুরুলিয়া জেলার রঘুনাথপুর বিধানসভার বেরো গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ৫০টি পরিবার সিপিএম ও বিজেপি দল পরিত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এদিন তৃণমূল কার্যালয়ে তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। এদের মধ্যে একজন সিপিএমের কৃষক সভার স্থানীয় নেতা ও রয়েছেন বলে দাবি করেন বিধায়ক।
তিনি বলেন,’করোনা বিশ্ব মহামারির সময় বিজেপি ও সিপিএম সমর্থিত পরিবারগুলি হতাশ হয়েছে। তাঁদের দলের কোনও জনপ্রতিনিধি বা নেতাদের পাশে থাকতে দেখেননি। সহমর্মিতার হাত বাড়িয়ে দেননি ওই দলের নেতারা। স্থানীয় বিজেপি সাংসদ এলাকার মানুষদের উন্নতির বিকাশের ক্ষেত্রে কোনও ধরনের পদক্ষেপ নেননি। বিজেপি সাংসদের পক্ষ থেকে ভিন্ন রাজ্য থেকে ফেরত আসা পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে অমানবিক চিন্তাধারা দেখা গেছে। কাজকর্ম হারিয়ে ফেলা মানুষগুলির প্রতি নেই কোনো সমবেদনা। তাই, মানুষের উন্নয়ন করে চলা রাজ্য সরকার তথা তৃণমূলের ছত্রছায়ায় এই পরিবারগুলি আজ এল। আগামী দিনে প্রচুর মানুষ তৃণমূলে যোগ দেবেন একইভাবে।’