আরামবা‌গে তৃণমূল ছে‌ড়ে বিজেপিতে যোগদান করল ৫০ জন          

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৪ জুন: আরামবাগ বিজেপিতে যোগদান অব্যাহত। তৃণমূল থেকে ফের বিজেপিতে যোগদান। তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে, খানাকুল দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের নতীপপুর এলাকা থেকে ৫০ জন তৃণমূল কর্মীসমথক বিজেপিতে যোগদান করলেন। তৃণমূ‌লে আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ।

তৃণমূল কর্মী শেখ ফিরোজ জানিয়েছেন, আমরা দীর্ঘ বছর ধরে দল করে আসছি।দলে থেকে কোনও সম্মান পাচ্ছিলাম না। নেতাদের তোলাবাজি দুর্নীতি ও খারাপ  ব্যবহার দেখে আমরা বাধ্য হয়েই বিজেপিতে যোগ দিয়েছি। বিজেপি দলের থেকে সক্রিয় ভাবে কাজ করব।

এ বিষয়ে বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, মানুষ আর তৃণমূলকে চাইছে না তাই তৃণমূল ছেড়ে এখন  দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে। আরামবাগ খানাকুল দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে নতীবপুর এলাকা থেকে ৫০ জন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করেছেন। এর আগেও তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছে। আরো তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করার কথা চলছে। আমরা সবাইকে নিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে চাই। যদিও এ বিষয়ে তৃণমূ‌ল নেতৃত্বরা কোনও মুখ খো‌লে‌নি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here