বাসন্তীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে ৫০ জন

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৭ আগস্ট: তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন জনা পঞ্চাশেক কর্মী। শুক্রবার বিকেলে দক্ষিণ ২৪ পরগণার বাসন্তীর নফরগঞ্জ এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে এসে যোগ দেন এই তৃণমূল কর্মীরা। বাসন্তী ব্লকের বিজেপির ৪ নম্বর মণ্ডল সভাপতি রমেশ মাঝি এই নবাগত কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন।

কিছুদিন আগেও প্রায় আড়াইশো তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন এই নফরগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিনও নফরগঞ্জ ও ভরতগড় গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এরা। বিজেপি নেতা রমেশ মাঝি বলেন, “ তৃণমূলের দুর্নীতির কারণে বিরক্ত হয়ে দল ছেড়েছেন এরা। ২০২১ সালে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসছে আর সেই কারণে বিজেপির সংগঠনকে আরও শক্তিশালী করতে এই কর্মীরা এগিয়ে আসায় তাঁদেরকে সাধুবাদ জানাই।”

যদিও তৃণমূল ছেড়ে বিজেপিতে দলীয় কর্মীদের যোগের কথা অস্বীকার করেছেন বাসন্তীর তৃণমূল নেতা আব্দুল মান্নান গাজি। এ বিষয়ে তিনি বলেন, “তৃণমূল ছেড়ে বাসন্তী ব্লকে কেউ বিজেপিতে যোগ দিয়েছেন বলে জানা নেই, তবে প্রায় দিনই বিজেপি ছেড়ে বহু মানুষ তৃণমূলে যোগ দিচ্ছেন এই ব্লকে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *