আমাদের ভারত, হাওড়া, ২১ জুন: উলুবেড়িয়া দক্ষিণ, পাঁচলার পর এবার বাগনানে বিজেপিতে ভাঙন ধরা লোক রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার বিকেলে বাগনানের দেউলটিতে এক অনুষ্ঠানে শরৎ ও ওড়ফুলি অঞ্চল থেকে ৫০০ বিজেপি পরিবার তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া পরিবারের হাতে দলীয় পতাকা তুলে দেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন।
এদিন বিধায়ক বলেন, দীর্ঘদিন ধরেই এই সমস্ত বিজেপির পরিবার তৃণমূলে যোগ দিতে চাইছিল লকডাউনের জেরে আমরা এদের দলে যোগ দেওয়াতে পারছিলাম না। আজ দলে যোগ দিল। আগামী দিনে এইরকম আরো অনেক বিজেপি পরিবার তৃণমূলে যোগ দেবে বলে দাবি করেন বিধায়ক অরুণাভ সেন।
অন্যদিকে বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, দলের কিছু চুনোপুঁটি তৃণমূলে গেলেও বিজেপির কোনও ক্ষতি হবে না কারণ তৃণমূলের অনেক রাঘোব বোয়াল বিজেপিতে যোগ দেবে।