হাওড়ায় বিজেপিতে ভাঙন, পাঁচ শতাধিক কর্মীর তৃণমূলে যোগ

আমাদের ভারত, হাওড়া, ১৪ জুন: উলুবেড়িয়ার পর এবার বাগনান ও পাঁচলায় বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল। রবিবার হাওড়া গ্রামীণ জেলার বিধানসভা কেন্দ্রে প্রায় পাঁচ শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল। আজ সকালে বাগনান বিধানসভার খালোড় গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে হাটুরিয়া ১ নং অঞ্চলের প্রায় দুই শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাগনানের বিধায়ক অরুনাভ সেন।

এদিন বিধায়ক বলেন, লকডাউনের আগে থেকেই এই সব বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দেওয়ার জন্য আবেদন করেছিল। আজ এদের দলে নেওয়া হল। আগামী দিনে এইরকম আরো বিজেপি কর্মী তৃণমূলে যোগ দেবে বলে জানান বিধায়ক অরুনাভ সেন।

অন্যদিকে রবিবার বিকেলে পাঁচলা বিধানসভার বিকি হাকোলা গ্রাম পঞ্চায়েতের ৪০ জন মহিলা সহ তিন শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক। এদিন বিধায়ক দাবি করেন, আরো অনেক বিজেপি কর্মী আগামী দিনে তৃণমূলে যোগ দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *