আমাদের ভারত, হাওড়া, ২৯ নভেম্বর: বিধানসভা নির্বাচনের আগে হাওড়া গ্রামীণ জেলায় শাসক শিবিরে ভাঙন ধরাল বিজেপি। রবিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভার আমতা সিরাজবাটী অঞ্চলে কৃষি আইনের সমর্থনে আয়োজিত এক পথসভায় ৫০০ তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সহ-সভাপতি রমেশ সাধুখাঁ।
রমেশবাবু বলেন, আগামী বিধানসভা নির্বাচনের আগে হাওড়া গ্রামীণ জেলায় বিরোধী রাজনৈতিক শিবিরের অনেক কর্মী বিজেপিতে যোগ দেবে।
প্রসঙ্গত সপ্তাহ খানেক আগে জয়পুরের সেহাগড়ী মাঠে বিজেপির ডাকা এক জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে বিরোধী রাজনৈতিক দলের কয়েক হাজার কর্মী বিজেপিতে যোগ দিয়েছিল।