সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ জুলাই: পুরুলিয়ার ৫২ জন শিক্ষক-শিক্ষিকা বিজেপি টিচার্স সেলে যোগ দিলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। রবিবার, পুরুলিয়া শহরের দুল্মিতে দলীয় লোকসভা কার্যালয়ে এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়।
জেলা সভাপতি দলে তাঁদের স্বাগত জানিয়ে বলেন, ‘নায্য দাবি নিয়ে এঁরা কলকাতায় বিকাশ ভবনের সামনে ২৮ দিন অনশন করেছিলেন। “ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকার ওই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলন উঠিয়ে দেয়” বলে তাঁদের অভিযো। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির রাষ্ট্রবাদী মতাদর্শে দীক্ষিত হয়ে বিজেপি টিচার্স সেলের ঝান্ডা ধরলেন তাঁরা। এর ফলে জেলা বিজেপি টিচার্স সেল আরও শক্তিশালী হল। আগামী নির্বাচনে তাঁদের সঙ্গী করেই জেলার সব কটি আসনেই জয়ী হব আমরা।’
দলে যোগ দিয়ে পার্শ্ব শিক্ষিকা শিল্পী রায় বলেন, ‘যে সরকার শিক্ষক শিক্ষিকাদের মান সন্মান দেয় না তার থাকার প্রয়োজন নেই। আমরা বিজেপি দলে যোগ দিয়ে সক্রিয় ভাবে মাঠে ময়দানে নেমে কাজ করব এবং রাজ্যের ক্ষমতায় আনব।’
এদিন যোগদান অনুষ্ঠানে জেলা সভাপতি ছাড়াও জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিবেক রাঙ্গা, পুরুলিয়া শহর (দক্ষিণ)মন্ডল সভাপতি সত্যজিৎ অধিকারী, সাধারণ সম্পাদক জয়দীপ্ত চট্টরাজ প্রমূখ নেতৃত্ব উপস্থিত ছিলেন।