আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় ব্লকে বিজেপি থেকে প্রায় তিনশ কর্মী সমর্থক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতির হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের জেলা নেতৃত্ব দাবি করেছেন। তাদের হাতে দলের জেলা সভাপতি অজিত মাইতি এবং উপস্থিত দুই বিধায়ক আশীষ চক্রবর্তী ও শ্রীকান্ত মাহাত দলীয় পতাকা তুলে দেন।
অন্যদিকে, খড়্গপুর এক নম্বর ব্লকেও আড়াইশো জন কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে অজিত মাইতি দাবি করেছেন। বিজেপি থেকে তৃণমূলে যোগদানের অনুষ্ঠানে বিধায়ক দীনেন রায়, নির্মল ঘোষ ও অমর চক্রবর্তী উপস্থিত ছিলেন বলে জেলা তৃণমূল সূত্রে জানাগেছে।