
আমাদের ভারত, ৩০ মে: আগামী ৩০ জুন পর্যন্ত পঞ্চম দফায় লকডাউন চলবে কনটেইনমেন্ট জোনে। অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সবই বন্ধ থাকবে সেখানে। আর বাকি অংশে ধাপে ধাপে সব খোলা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। তবে দেশজুড়ে নাইট কারফিউ জারি রাখার কথাও ঘোষণা করা হয়েছে।
পঞ্চম দফার লকডাউন নিয়ে নতুন গাইডলাইন প্রকাশ করা হয়েছে। কনটেইনমেন্ট জনের বাইরে আগামী এক মাসে ধাপে ধাপে শর্ত সাপেক্ষে সমস্ত কিছুই খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত সারা দেশে কারফিউ জারি থাকবে। এক্ষেত্রে শুধুমাত্র জরুরী পরিষেবায় ছাড় থাকবে।
নতুন গাইডলাইন অনুযায়ী আগামী ৮ জুন থেকে কনটেইমেন্ট জোনের বাইরে সব ধর্মীয়স্থান,হোটেল, রেস্তোরা সহ সমস্ত হস্পিটালিটি সার্ভিস, শপিং মল খুলে দেওয়ার কথা বলা হয়েছে। এই ফেজকে বলা হচ্ছে আনলক ওয়ান।
দ্বিতীয় ফেজে স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান,কোচিং ইনস্টিটিউট খোলার কথা বলা হয়েছে। এটা জুলাইয়ের আগে হবে না। তবে এক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রকের সাথেও কথা বলা হবে। এই দ্বিতীয় ফেজকে বলা হচ্ছে আনলক-টু।
তৃতীয় ফেজে আন্তর্জাতিক বিমান চলাচল, মেট্রোরেল, সিনেমা হল, জিম, সুইমিংপুল,এন্টারটেইনমেন্ট পার্ক সমস্ত খোলা হতে পারে তবে স্থানীয় পরিস্থিতি বিচার করে।