গ্রাম্য বিবাদের জেরে আমতায় বোমাবাজি ও গুলি, গ্রেফতার ৬

আমাদের ভারত, হাওড়া, ৮ জানুয়ারি: গ্রাম্য বিবাদের জেরে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে উঠেছিল আমতার চন্দ্রপুর গ্রাম। দুই পক্ষের সংঘর্ষে বোমা ও গুলি চলেছিল গ্রামে। আহত হয়েছিল একাধিক গ্রামবাসী। তারপর রাতভর পুলিশের তল্লাশি। গ্রেফতার এক মহিলা সহ ৬। শুক্রবার ধৃতদের উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার পর তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হবে।

বৃহস্পতিবারের ঘটনায় গ্রেফতার হওয়া প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের পুলিশ সুপার সৌম্য রায় জানান, ৬ জনকে গ্রেফতার করার পাশাপাশি দুটি পাইপগান উদ্ধার করা হয়েছে। পুলিশ বাকিদের খুঁজে তল্লাশি চালাচ্ছে।

প্রসঙ্গত, ডাবের দাম দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার অগ্নিগর্ভ হয়ে ওঠে আমতার চন্দ্রপুর। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। চলে বোমাবাজি ও গুলি। আহত হয় একাধিক ব্যক্তি। গুলিবিদ্ধ হয় এক নিরীহ গ্রামবাসী। পরে গ্রামে বিশাল পুলিশবাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি তল্লাশি শুরু করে পুলিশ। শুক্রবারেও গ্রামে উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here