আমাদের ভারত, হাওড়া, ২২ এপ্রিল: করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে দান করার জন্য সকলে এগিয়ে আসছে। আর এবার করোনা ত্রাণ তহবিলে দান করল শ্যামপুর ২ নং ব্লকের বিভিন্ন স্তরের মানুষ। বুধবার সকালে শ্যামপুর ২ নং বিডিও অফিসে বিডিও-র হাতে ৬ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।
আজ শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ১ লক্ষ টাকা, ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং জেলা পরিষদের সদস্যরা ২ লক্ষ ৭৪ হাজার ১৫০ টাকা, ব্লকের বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের আইসিডিএস কর্মীদের পক্ষ থেকে ২৯ হাজার টাকা, ব্লকের ৮ টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্বনিভর গোষ্ঠীর পক্ষ থেকে ১ লক্ষ ১৫ হাজার ২০২ টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়। এছাড়াও এদিন বিদ্যালয়, বিভিন্ন ক্লাব সংগঠন ও ব্যাক্তিগত উদ্যোগে ত্রাণ তহবিলে দান করা হয়।
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৬ লক্ষ টাকা দান করা প্রসঙ্গে শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি জুলফিকার মোল্লা জানান, করোনা মোকাবিলায় যেভাবে মুখ্যমন্ত্রী কাজ করে চলেছেন সেটা নিঃসন্দেহে, অভূতপূর্ব। আর তার পাশে থাকার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।