আমাদের ভারত, হাওড়া, ১৭ সেপ্টেম্বর: রান্না পুজোর খাবার খেয়ে ৪ শিশু সহ ৭ জন অসুস্থ হয়ে ভর্তি হল জয়পুরের বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে। জানাগেছে, শুক্রবার দুপুরে জয়পুরের সেহাগোড়ি রাজবংশী পাড়ায় একটি বাড়িতে রান্না পুজোর খাবার খাওয়ার পরেই কয়েকজনের পেটের যন্ত্রণা ও বমির উপসর্গ দেখা দেয়। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা ৪ শিশু সহ ৭ জনকে স্থানীয় বিভূতিভূষণ ধর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। এদিকে এই খবর পাওয়ার পরেই হাসপাতালে পৌঁছান আমতার বিধায়ক সুকান্ত পাল। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন।
বিধায়ক সুকান্ত পাল জানান, খুব সম্ভবত খাদ্যে বিষক্রিয়া থেকে এই ঘটনা। তবে আতঙ্কের কোনও কারণ নেই। হাসপাতালের ভর্তি সকলের অবস্থা স্থিতিশীল।