ডি- এর দাবিতে কর্মবিরতি, ঘাটালের মনোহরপুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তালাবন্দি অবস্থায় রইলেন ৬ জন শিক্ষক ও একজন পড়ুয়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ ফেব্রুয়ারি: ডি-এর দাবিতে শিক্ষকরা কর্মবিরতি করায় প্রধানের শাসানি দেওয়ার অভিযোগ। পরে স্কুল গেটে ঝোলানো হলো তালা। স্কুলের ভিতরে আটকে ৬ জন শিক্ষক ও একজন পড়ুয়া।

ডি-এর দাবিতে কর্মবিরতি করতে গিয়েই বিপাকে পড়লেন শিক্ষকরা। স্কুলের ভিতরে তালাবন্দি রইলেন স্কুলের ৬ জন শিক্ষক ও একজন পড়ুয়া। তারপরে খবর যায় প্রশাসনিক দপ্তরে ও পুলিশের কাছে। এমনই ঘটনা ঘটলো পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মনোহরপুর বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে।

জানা যায়, এই বিদ্যালয়ে রয়েছে ১৭৩ জন ছাত্র ও শিক্ষক শিক্ষিকা মিলে ৬ জন। ঘোষিত কর্মসূচি অনুযায়ী ডি- এর দাবিতে টিফিনের পর শিক্ষকরা কর্মবিরতি পালন করেন দু ঘন্টার জন্য। কেন এই কর্মবিরতি তা জানতে স্কুলে আসেন গ্রাম পঞ্চায়েতের প্রধান। ঘড়ির কাঁটায় তখন ৪টে বাজে তখন স্কুলের শিক্ষক শিক্ষিকারা বাড়ি যাওয়ার জন্য গেট দিয়ে বেরতে যান তখন দেখেন স্কুলের গেটে তালা লাগানো। এর ফলে ভেতরে আটকে পড়েন স্কুলের ৬ জন শিক্ষক ও একজন ছাত্র। স্কুলের গেটে কে লাগালো তালা? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here