অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৬ জুন:
করোনা আতঙ্কের মাঝেই দলবদল। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল ৬০টি পরিবার। এমনই দাবি বিজেপি নেতৃত্বের।
মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ১০ নং অঞ্চলের ৫টি পরিবার, ৬নং অঞ্চলের ভাতভাঙ্গা বুথ থেকে ২৫টি পরিবার, ঘাগরিশোল বুথ থেকে ৫টি পরিবার, ৮ নং অঞ্চলের জামিরাপাল বুথ থেকে ২৫টি পরিবার মিলিয়ে মোট ৬০টি পরিবার বিজেপিতে যোগ দেয় খড়িকা গ্রাম পঞ্চায়েতের ঘাগরিশোল গ্রামে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলার বিজেপি সভাপতি সুখময় সৎপতি ও নয়াগ্রামের মন্ডল সভাপতি মধুসূদন মহালি।