পুরুলিয়ার জয়পুরে তৃণমূল সমর্থিত ৬০টি মুসলিম পরিবারের বিজেপিতে যোগদান

সাথী দাস, পুরুলিয়া, ২০ সেপ্টেম্বর: পুরুলিয়ার জয়পুরে তৃণমূল সমর্থিত ৬০টি মুসলিম পরিবার বিজেপিতে যোগ দিল। আজ জয়পুর ব্লকের সিধি জামড়া অঞ্চলের কড়কড়া গ্রামে স্থানীয় তৃণমূল নেতা রিয়াজ আনসারি ও সফিউল্লাহ চৌধুরীর নেতৃত্বে ৬০টি মুসলিম পরিবারের ৩২৭ জন সদস্য বিজেপিতে যোগ দেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক শঙ্কর মাহাতো, জেলা সহ-সভাপতি শ্রীপতি মাহাতো এবং বিজেপির সদস্যতা অভিযানের জেলা প্রমুখ রবীন সিং দেও।

পদ্ম শিবিরে যোগ দিয়ে মুসলিম ওই নেতারা বলেন, “ভারতবর্ষের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির সরকার সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের নীতি নিয়ে চলে। কেন্দ্রীয় সরকারের সমস্ত জনকল্যাণমূলক প্রকল্পগুলো দেশের অন্য রাজ্যগুলোতে অন্যান্য সম্প্রদায়ের সাথে সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরাও এর সুফল পাচ্ছেন। বঞ্চিত শুধু এই বাংলা। শুধু ভোটব্যাঙ্ক আর বাহুবল হিসেবে সংখ্যালঘু তথা মুসলিম সমাজকে কাজে লাগিয়ে ক্ষমতা দখল করে উন্নয়নের বেলায় বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছেন। কিন্তু আর না। মুসলিম সমাজ আজ সব জেনে গেছে। ঢপের চপে আর মুসলিম সমাজ ভুলবে না।”

বিজেপি নেতা শঙ্কর মাহাতো বলেন, “প্রকৃত উন্নয়ন চেয়ে পুরুলিয়া জেলা সহ সারা বাংলায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে বুঝিয়ে দিচ্ছেন যে তাঁরা পরিবর্তনের পরিবর্তন করতে মুখিয়ে আছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *