লকডাউনের মধ্যে বিধায়কের উদ্যোগে বাড়ি ফিরলেন ৬৪ জন শ্রমিক

আমাদের ভারত, হুগলী, ২৬ মার্চ: সরকারী উদ্যোগে এবার আটকে পড়া লোকজনকে বাড়ি পৌছে দেওয়ার ব্যবস্থা করা হল। আজই ৬৪ জনকে পাঠানো হল মুর্শিদাবাদের জঙ্গিপুরে। মূলত বিধায়ক আবদুল মান্নানের উদ্যোগে এই নির্মাণ শ্রমিকরা বাড়ি ফিরতে পারলেন।

হুগলীর শেওড়াফুলীতে বহুদিন ধরে রাজমিস্ত্রীর কাজ করেন প্রায় চৌষট্টি জন। লকডাউনের ফলে কাজ এখন পুরোপুরি বন্ধ। তাই এখানে বসে থেকে কোনো উপায়ন্তর না দেখে এবার বাড়ি ফিরতে চাইছিলেন তারা। কিন্তু লকডাউনের ফলে কোনো যানবাহন না চলায় গত দু দিন ধরে তারা কোনো ব্যবস্থাই করতে পারেননি। শেষ পর্যন্ত তারা দ্বারস্থ হন স্থানীয় বিধায়ক আব্দুল মান্নান এর।

বিধায়ক গোটা বিষয়টি জানান মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বিষয়টি রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানানোর পরামর্শ দেন। মান্নানবাবু পুরো ঘটনা পরিবহন মন্ত্রীকে জানালে আমামবাগ ডিপো থেকে সরকারী একটি বাসের ব্যবস্থা করা হয় তাদের পৌছে দেওয়ার জন্য। সেই মত আজ সকালে সেই রাজমিস্ত্রীদের নিয়ে বাসে করে জঙ্গিপুর পৌছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

দীর্ঘদিন কাজ বন্ধ, তার ওপর কবে আবার কাজ পাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই, তাই এবার বাড়ি ফিরতে পেরে খুশি রাজমিস্ত্রীরা। সরকারী উদ্যোগে এই ব্যবস্থার ফলে আব্দুল মান্নান ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here