বনগাঁয় ফের ভাঙন শাসকদলে, তৃণমূল ছেড়ে বিজেপিতে ৬৫০ জন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ অক্টোবর: ফের ভাঙন তৃণমূলে। বঙ্গ বিজেপিতে যোগদান অব্যাহত। একদা তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত উত্তর ২৪ পরগনার বনগাঁ শহর। একাধিক ইতিহাসের সাক্ষী। যদিও পরিবর্তনের পর বনগাঁয় ধীরে ধীরে সাংগঠনিক শক্তি মজবুত হয় শাসকদল তৃণমূলের। এবার সেই তৃণমূলের শক্ত ঘাঁটিতেই থাবা বসাল বিজেপি। এদিন ২১শের ডাক দিয়ে ২১টি ঢাক বাজিয়ে বিজয় দশমী করেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। এরপর আনুষ্ঠানিক ভাবে বিজেপিতে যোগ দিলেন ৬৫০ জন তৃণমূল কর্মী সমর্থক।

শাসকদল তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নেতা-কর্মীদের। আর সেই অভিযোগে, বনগাঁ শহরে ৬৫০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। বনগাঁ মতিগঞ্জ এলাকায় বিজেপি নেতা দেবদাস মণ্ডলের নেতৃত্বে বিজয়া সন্মেলনী অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানে ২১শের জয়ের ডাক দিয়ে ২১টি ঢাক বাজিয়ে বিজয় সন্মেলনী অনুষ্ঠান করা হয়। এরপর তৃণমূ‌ল ছেড়ে চলে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়, বনগাঁ দক্ষিণের বিধায় বিশ্বজিত দাস ও দেবদাস মণ্ডল।

উপস্থিত ছিলেন, বনগাঁ পৌর মণ্ডলের সভাপতি শোভন বৈদ্য, বিজেপি নেতা মধুসূদন মণ্ডল সহ আরও অনেকে। বিজেপিতে যোগ দিয়েই বিস্ফোরক তৃণমূল নেতা-কর্মীরা। তাঁদের অভিযোগ, আমরা দীর্ঘ বছর ধরে দল করে আসছি। কিন্তু দলে থেকে কোনও সম্মান দেওয়া হচ্ছে না বলে চাঞ্চল্যকর অভিযোগ। দিনের পর দিন নেতাদের তোলাবাজি দুর্নীতি ও খারাপ ব্যবহারে ক্ষুব্ধ। এই বিষয়ে উচ্চ নেতৃত্বকে জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ দল ছেড়ে আসা কর্মীদের। আর সেই কারণে বাধ্য হয়েই বিজেপিতে যোগ দেওয়া বলে জানিয়েছেন দল ছেড়ে আসা কর্মীদের। তাঁরা জানিয়েছেন, বিজেপি দলের থেকে সক্রিয় ভাবে কাজ করব।

অন্যদিকে, বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেন, বনগাঁর তৃণমূল নেতাদের অত্যাচার, তোলাবাজি, জুলুমবাজিতে এলাকার মানুষ তৃণমূলকে আর চাইছে না। যেভাবে নরেন্দ্র মোদী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সেই দেখে তৃণমূল ছেড়ে এখন দলে দলে মানুষ বিজেপিতে যোগদান করছে। যদিও তৃণমূলের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here