আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুন: করোনা আক্রান্ত এক শিশুসহ মোট সাত জনকে সোমবার শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হল। এদিন করোনা জয় করে বাড়ি ফিরে যাওয়ার সময় পাঁচ বছরের তৃষা মাঝি সহ করোনা মুক্ত সাতজনকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী পশ্চিম মেদিনীপুর জেলায় এ পর্যন্ত তিনশোর বেশি ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তারবমধ্যে আশি শতাংশের বেশি আক্রান্ত ব্যক্তিই করোনা জয়ী হয়েছেন। পরপর দুটি পরীক্ষার পর করোনা নেগেটিভ রিপোর্ট হাতে পেয়ে শালবনি সুপার স্পেশালিটি হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার এক শিশু সহ ওই সাতজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার এবং বাড়ি যাওয়ার ছাড়পত্র দেন। দ্রুত সুস্থ করে তোলার জন্য হাসপাতালের সমস্ত চিকিৎসক, নার্স, হাউসকিপিং, ওয়ার্ডবয় ও সুরক্ষা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।