আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৮ ডিসেম্বর:
উত্তরপ্রদেশ থেকে বারাসত শহর হয়ে বনগাঁ সীমান্ত দিয়ে পেঁয়াজের গাড়িতে করে কচ্ছপ পাচারের চেষ্টা হচ্ছিল বাংলাদেশে। কিন্তু তা রুখে দিল উত্তর ২৪ পরগনা জেলার বন বিভাগের কর্মীরা। উদ্ধার হল বিপুল পরিমাণ কচ্ছপ, ধৃত ৬ অভিযুক্ত উত্তর প্রদেশের বাসিন্দা।
এর আগে দেখা গেছে মাছের গাড়িতে কচ্ছপ পাচার, কিন্তু এবার এক নতুন পাচারের পদ্ধতি সামনে এলো। পেঁয়াজের গাড়িতে করে বিপুল পরিমাণ কচ্ছপ পাচার। পাচারের আগেই আটক গাড়ি, উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপ।বাজেয়াপ্ত একটি পেঁয়াজ ভর্তি গাড়ি।
পেঁয়াজের আড়ালে পাচার হচ্ছিল কচ্ছপ। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো ও উত্তর ২৪ পরগনা বনবিভাগের যৌথ অভিযানে উদ্ধার হল সেই কচ্ছপ। বারাসাত থেকে আটক করা হয় গাড়িটি। ইউপি থেকে বনগাঁ এলাকায় আনা হচ্ছিল প্রচুর কচ্ছপ। সেখান থেকে বাংলাদেশ পাচারের ছক ছিল। এই পাচার চক্রের ঘটনায় গ্রেফতার ছয় পাচারকারি। এরা প্রত্যেকে ইউপির বাসিন্দা।
মূলত পুলিশের চোখে ফাঁকি দিতে এই নতুন পদ্ধতি বেছে নিয়েছিল পাচার কারিরা। গাড়ির ওপরে পেঁয়াজ তার মাঝে বস্তা বন্দি কচ্ছপ। তার নিচে একটি খাট ।সেই খাটের নিচে আবার বস্তাবন্দি কচ্ছপ। সেখানে ছোট থেকে শুরু করে প্রায় দশ বারো কিলো ওজনের কচ্ছপ ছিল।