এটিএম কাণ্ডে প্রতারিত ৭০ জনকে লালবাজারে ডেকে জেরা সিটের

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা ৫ ডিসেম্বর: এটিএম কাণ্ডে এখনও অন্ধকারে সূত্র হাতড়াচ্ছে পুলিশ। এটিএম জালিয়াতির সংখ্যা ৫৭ থেকে বেড়ে ৭০–এ দাঁড়ালেও আর কত জালিয়াতি ভবিষ্যতে হতে পারে, তার কোনও হদিশই পাচ্ছে না পুলিশ।

এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর ১২ থেকে ১টার মধ্যে এই কাণ্ডে ব্যাঙ্ক জালিয়াতি দমন এবং সাইবার শাখার গোয়েন্দাদের নিয়ে যুগ্মভাবে গঠিত সিট একে একে ৭০ জনকে ডেকে জেরা করল।

বুধবার পর্যন্ত কলকাতার বিভিন্ন থানায় ৭০টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে। বেশিরভাগই অবশ্য দক্ষিণ কলকাতায়। চারু মার্কেট, যাদবপুর, কড়েয়া, নেতাজিনগর, পর্ণশ্রীর পাশাপাশি উল্টোডাঙা পুলিশও এ সংক্রান্ত অভিযোগ পেয়েছে। সকল প্রতারিত কে ২০১৯ এর এপ্রিল মাস থেকে এখন পর্যন্ত তাদের সমস্ত তথ্য প্রমাণ চাওয়া হয়েছে।

সবক্ষেত্রেই কিন্তু এটিএম কার্ডের তথ্য হাতিয়ে মোটা অঙ্কের টাকা তুলে নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে। লালবাজার সূত্রে খবর, যাদবপুর থানায় ৪৯টি, চারুমার্কেটে ১৬টি, নেতাজিনগরে ২টি এবং কড়েয়া থানায় ১টি অভিযোগ দায়ের হয়েছে। প্রায় ১৪ লক্ষ টাকার জালিয়াতি হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here