আরামবা‌গে তৃণমূল ছে‌ড়ে বিজেপিতে যোগদান করল ৮০ জন   

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ৬ জুন: আরামবগে একই দিনে বিজেপিতে যোগদান করল ৮০ জন। সকালে ৫০ জন এবং বিকেলে ৩০ জন যোগ দিল বিজেপিতে।

আরামবাগ মহাকুমা এলাকায় বিজেপিতে যোগদান অব্যাহত। জানা গেছে, শনিবার সকালে প্রথমে গোঘাট বেঙ্গাই এলাকা থেকে বিজেপিতে যোগদান করে ৫০ জন। পরে বিকেলে খানাকুল এলাকা থেকে যোগদান করে ৩০ জন। একই দিনে মোট দুই বারে মোট ৮০ জন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলেন। এর আগে শুক্রবারে খানাকুল থেকে ৫০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।

যোগদানকারীরা জানান, তৃণমূলের দুর্নীতি ও দলে থেকেও কোনও সম্মান না পাওয়ায় খানাকুল ও গোঘাট মিলে মোট ৮০০ জন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। শনিবার সকালে ও বিকালে আরামবাগ গৌরহাটি মোড় এলাকায় বিজেপির কার্যালয়ের সামনে তৃণমূ‌ল ছেড়ে আসা কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ। উপস্থিত ছিলেন, যুব মোর্চার সভাপতি বিশ্বজিৎ ঘোষ, বিজেপি নেতা সুমন তেওয়ারি সহ আরো ও অনেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here