পুরুলিয়ায় দুয়ারে সরকার প্রকল্পে সাফল্য আনতে ৭১২টি মোবাইল শিবির, থাকছে কন্ট্রোল রুম

সাথী দাস, পুরুলিয়া, ৩১ মার্চ: রাজ্যে আবারও দুয়ারে সরকার শুরু হচ্ছে। রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পুরুলিয়া জেলাতেও ১ এপ্রিল থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে ‘দুয়ারে সরকার’। এবার দুয়ারে সরকার ক্যাম্পে ৩৩টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। দুয়ারে সরকার শিবির থেকে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও নানা প্রকল্পের সুবিধা পাওয়ার আবেদন করতে পারবেন উপভোক্তারা। এবার নতুন ৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। তার মধ্যে রয়েছে ‘মেধাশ্রী স্কলারশিপ প্রকল্প’। এই প্রকল্প একেবারে নতুন শুরু হয়েছে। রাজ্যের ওবিসি পড়ুয়াদের বছরে ৮০০ টাকা ভাতা দেওয়া হবে ‘মেধাশ্রী’ প্রকল্পের মাধ্যমে।

মেধাশ্রী ছাড়াও এবার আরও তিনটি নতুন প্রকল্পে পরিষেবা দেওয়া হবে। সেগুলি হল-প্রতিবন্ধী শংসাপত্রের জন্য আবেদন, স্পিংলার সেচের জন্য সরকারি আর্থিক সাহায্যের জন্য আবেদন ও ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। সর্বাধিক মানুষের কাছে সুযোগ সুবিধা পৌঁছে দিতে পুরুলিয়া জেলায় ৭১২টি মোবাইল শিবির অনুষ্ঠিত হবে। জেলাশাসক রজত নন্দা জানালেন সেই তথ্য। দুয়ারে সরকারের কন্ট্রোল রুম নম্বর হল- ০৩২৫২ ২২৩৬৭৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *