জাতীয় সড়কে দুর্ঘটনা, আহত ৮ পুলিশকর্মী

আমাদের ভারত, হাওড়া, ১৭ জানুয়ারি: গঙ্গাসাগরের ডিউটি সেরে থানায় ফেরার পথে বাস দুর্ঘটনায় আহত হল ৮ পুলিশকর্মী। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে ৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার বাণীতলার কাছে।

জানাগেছে, গঙ্গাসাগরের ডিউটি শেষে একটি বেসরকারি বাসে চেপে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার কয়েকজন পুলিশকর্মী থানায় ফিরছিল। পুলিশ প্রশাসন সূত্রে খবর, বাসটি দ্রুত গতিতে মেদিনীপুরের দিকে যাওয়ার সময় ভোর ৪ টে নাগাদ ৬ নং জাতীয় সড়কে উলুবেড়িয়ার বাণীতলার কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে থাকা ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে চলে যায় এবং রাস্তার ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসের ৮ পুলিশকর্মী আহত হয়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক পুলিশকর্মী ছাড়া বাকি সকলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়।

পুলিশের প্রাথমিক অনুমান বাস চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনা। পুলিশ বাসটিকে আটক করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here