৯০০ কেজির চিল শঙ্কর মাছ উঠল দিঘা মোহানায় মৎস্যজীবীদের জালে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২ ফেব্রুয়ারি :
দিঘায় মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে দৈত্যাকৃতি একটি চিলশঙ্কর মাছ। খবর ছড়িয়ে পড়তেই মাছটি দেখতে বাজারে ভিড় জমিয়েছিলেন কয়েকশো পর্যটক ও স্থানীয় মানুষজন। মাছটিকে নিয়ে সোমবার সকালে হুলুস্থূল কাণ্ড বেধে যায় দিঘায়। মৎস্যজীবীরা জানাচ্ছেন এতবড় মাছ আগে কখনও ধরা পড়েনি।

জানা গিয়েছে, রবিবার আলআমিন ৩ নামে একটি ট্রলারে চেপে মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়েছিলেন গভীর সমুদ্রে। তাঁদের জালেই ধরা পড়ে বিশালাকৃতি ওই চিলশঙ্কর মাছটি। মাছের ওজন এতটাই ছিল, সমুদ্র থেকে জালটিকে টেনে তুলতে গিয়ে মৎস্যজীবীদের রীতিমতো হিমশিম খেতে হয়। সোমবার সকালে শেষ পর্যন্ত জেসিবি দিয়ে যখন মাছটিকে দিঘা মোহনা বাজারে আনা হয় ততক্ষণে খবর চাউর হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের উৎসাহ তো ছিলই, আগাম খবর পেয়ে মাছটিকে দেখতে বাজারে ভিড় জমান বহু পর্যটকও।

৯০০ কেজি ওজনের ওই চিলশঙ্কর মাছটি কিনল কে? জানা গিয়েছে, বাজারে মাছটি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা। মাছটি কিনেছেন রবীন্দ্রনাথ শ্যামল নামে এক ব্যবসায়ী। ভারতে তো বটেই, বিদেশে এই চিলশঙ্কর মাছের ব্যাপক চাহিদা রয়েছে। সাধারণভাবে খাওয়ার জন্য এই সামুদ্রিক মাছ বাজারে বিক্রি করা হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here