যাত্রীদের দুর্ভোগ কমাতে ২৯ রুটে শুরু হচ্ছে লঞ্চ পরিষেবা

রাজেন রায়, কলকাতা, ৫ জুন: রাজ্য সরকার গণপরিবহণের পরিষেবা স্বাভাবিক করা কথা বললেও করোনা আবহে এখনো সব জায়গায় সব পরিষেবা স্বাভাবিক হয়নি। তাই নিত্যযাত্রীদের সুবিধায় শনিবার ৬ জুন থেকে আরও ২৯ রুটে শুরু হচ্ছে লঞ্চ পরিষেবা। কলকাতা ও লাগোয়া জেলায় আরও ২৯ রুটে লঞ্চ পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। শনিবার, ৬ জুন থেকেই ওই পরিষেবা পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১ জুন থেকে রাজ্যে লকডাউন শিথিল হওয়ার পরে মূলত কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার ৯টি রুটে ৪০ শতাংশ যাত্রী নিয়ে ফের লঞ্চ পরিষেবা চালু হয়। আপাতত অনেক রুটেই ১ ঘণ্টা অন্তর পরিষেবা পাওয়া যাচ্ছে। কিন্তু ৮ জুন থেকে ৭০ শতাংশ কর্মী নিয়ে অফিস চালু করার অনুমতি যেহেতু দেওয়া হয়েছে, ফলে নিত্যযাত্রীদের চাপ আরও বাড়তে চলেছে। সেই কারণেই রাজ্যেই তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ৪০ শতাংশ যাত্রীর পরিবর্তে ৬০ শতাংশ যাত্রী নিয়ে যাতায়াত করবে লঞ্চগুলি।

যে সব রুটে এই নয়া পরিষেবা মিলবে তা হল, শ্রীরামপুর থেকে ব্যরাকপুর ধোবিঘাট৷ প্রতি ৩০ মিনিট অন্তর এখানে একটি করে লঞ্চ চলবে। শেওড়াফুলি থেকে মনিরামপুর, প্রতি ৩০ মিনিট অন্তর এখানেও একটি করে লঞ্চ চলবে। তেলিনীপাড়া থেকে শ্যামনগর, এখানেও ৩০ মিনিট অন্তর একটি করে লঞ্চ চলবে। উত্তরপাড়া থেকে আড়িয়াদহ, প্রতি ৩০ মিনিট অন্তর ১ টি করে লঞ্চ চলবে। উত্তরপাড়া থেকে বাগবাজার ১ ঘন্টা ১৫ মিনিট অন্তর ২ টি করে লঞ্চ চলবে। উত্তরপাড়া থেকে কুটিঘাট, ৪৫ মিনিট অন্তর ২ টি করে লঞ্চ চলবে। কোন্নগর থেকে পানিহাটি, ৩০ মিনিট অন্তর একটি করে লঞ্চ চলবে। উলুবেড়িয়া থেকে আছিপুর ৩০ মিনিট অন্তর ১ টি করে লঞ্চ চলবে। বেলুড় থেকে আড়িয়াদহ, ৪৫ মিনিট অন্তর ২ টি করে লঞ্চ চলবে। বেলুড় থেকে বাগবাজার, একঘন্টা অন্তর ১ টি করে লঞ্চ চলবে। বেলুড় থেকে শিপিং ১ ঘন্টা ১০ মিনিট অন্তর ২ টি করে চলবে। বেলুড় থেকে হাওড়া ১ ঘন্টা ১০ মিনিট অন্তর ২ টি করে চলবে। বেলুড় থেকে কাশীপুর, প্রতি আধঘন্টা অন্তর ১টি করে লঞ্চ চলবে। হাওড়া থেকে মেটিয়াবুরুজ, প্রতি এক ঘন্টা অন্তর ২ টি করে লঞ্চ চলবে। হাওড়া থেকে কুটিঘাট, ১ ঘন্টা ১০ মিনিট অন্তর ২ টি করে লঞ্চ চলবে। হাওড়া থেকে কাশীপুর, ৪৫ মিনিটের ব্যবধানে ২ টি করে লঞ্চ চলবে। ফেয়ারলি থেকে আড়িয়াদহ ৪৫ মিনিট অন্তর ১ টি করে চলবে। ফেয়ারলি থেকে মেটিয়াবুরুজ ১ টা লঞ্চ চলবে সময় ভাগ করে। বেলুড় থেকে বাগবাজার, প্রতি ১ ঘন্টা অন্তর ১ টি করে লঞ্চ চলবে। হাওড়া থেকে আরমেনিয়ান ঘাট, ১ টি করে লঞ্চ চলবে প্রতি ৩০ মিনিটের ব্যবধানে। হাওড়া থেকে শিপিং লঞ্চ চলবে প্রতি ৩০ মিনিট অন্তর ১টি করে। হাওড়া থেকে ফেয়ারলি প্রতি ৩০ মিনিট অন্তর ১ টি করে লঞ্চ চলবে। ফেয়ারলি থেকে কুটিঘাট, ৩৫ মিনিট অন্তর ২ টি করে লঞ্চ চলবে। কুটিঘাট থেকে বেলুড়, প্রতি ৩০ মিনিট অন্তর ১ টি করে লঞ্চ চলবে। নুরপুর থেকে গাদিয়ারা, প্রতি ৩০ মিনিট অন্তর ১ টি করে লঞ্চ চলবে। নাজিরগঞ্জ থেকে মেটিয়াবুরুজ, প্রতি ৩০ মিনিট অন্তর ১টি করে লঞ্চ চলবে। রামকৃষ্ণপুর থেকে চাঁদপাল, প্রতি ৩০ মিনিট অন্তর ১ টি করে লঞ্চ চলবে। চাঁদপাল থেকে হাওড়া,ভায়া ফেয়ারলি, প্রতি ৩০ মিনিট অন্তর ১টি করে লঞ্চ চলবে। হাওড়া থেকে বাগবাজার, প্রতি ৩০ মিনিট অন্তর ৩টি করে চলবে।

পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারীর জানিয়েছেন, ‘মানুষের যাতায়াতের ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য জলপথে আরও অনেকগুলি জায়গাকে জোড়ার চেষ্টা চলছে। ধীরে ধীরে পরিষেবা আরও স্বাভাবিক করে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *