বাকড়ায় বিজেপি কর্মীদের উপর হামলা, অভিযুক্ত তৃণমূল

আমাদের ভারত, হাওড়া, ৩১ জানুয়ারি: রবিবার দুপুরে হাওড়ার ডুমুরজলায় বিজেপির মহাযোগদান মেলায় যোগ দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হল বিজেপি কর্মীরা। অভিযোগ, ডোমজুড়ের বাকড়া বাজারের কাছে তৃণমূলের মিছিল থেকে বিজেপি কর্মীদের উপর হামলা চালানো হয়‌। ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। যদিও তৃণমূলের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

জানা গেছে, শনিবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডোমজুড়ের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের ৫ বিদ্রোহী বিজেপিতে যোগ দেয়। সূত্রের খবর এরপরেই অশান্ত হয়ে ওঠে হাওড়া, হুগলির বিভিন্ন এলাকা। রাতেই ডোমজুড়ের বিভিন্ন জায়গায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়ে ফেলার পাশাপাশি বেশ কয়েক জায়গায় ছবিতে জুতার মালা পরিয়ে দেওয়া হয়। এদিকে শনিবারের পর রবিবারেও অশান্ত হয়ে ওঠে ডোমজুড়।

অভিযোগ, এদিন বিকেলে ডুমুরজলার সভার শেষে বিজেপি কমীরা বাড়ি ফেরার পথে বাঁকড়া বাজারের কাছে তৃণমূলের মিছিল থেকে তাদের উপর হামলা চালানো হয়। লাঠি, বাঁশ দিয়ে বিজেপি কর্মীদের ব্যাপক মারধর করা হয়। এমনকি তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের মাটিতে ফেলে লাথি মারতে থাকে। ঘটনায় বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। এই ঘটনার পর ডোমজুড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনা সম্পর্কে বিজেপির রাজ্য কমিটির সদস্য উমেশ রাই অভিযোগ করেন, তৃণমূলের মিছিল থেকে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি জানান তৃণমূল কর্মীদের হামলায় রনজিৎ সিং ও তাঁর ছেলে মারাত্মক জখম হয়েছেন। তিনি বলেন, তৃণমূলের পায়ের তলার মাটি সরে যাওয়ায় তারা আতঙ্কে এই হামলা চালিয়েছে।

যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের হাওড়া সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য দাবি করেন, রবিবার বাঁকড়ায় তৃণমূলের মিছিলে নিজে উপস্থিত ছিলেন এবং এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। তিনি জানান, বিজেপি মিথ্যা অভিযোগ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *