আত্মীয়দের মারের হাত থেকে বাবা মা কে বাঁচাতে গিয়ে মৃত্যু ১৫ বছরের ছেলের

আমাদের ভারত, হাওড়া, ৪ জুন:
পারিবারিক বিবাদের জেরে আত্মীয়দের হাতে মার খাওয়া বাবা মা কে বাঁচাতে গিয়ে আত্মীয়দের ছোড়া ইটের আঘাতে মৃত্যু হল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উলুবেড়িয়া থানার কৈজুরী শা পাড়ায়। মৃত কিশোরের নাম সাকিব শা (১৫)। ঘটনায় উলুবেড়িয়া থানার পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে।

জানা গেছে, একটি পারিবারিক সমস্যা নিয়ে সাকিবদের সঙ্গে তার কাকাদের বিবাদ চলছিল। বুধবার রাতে সেই পুরনো বিবাদকে কেন্দ্র করে দুটি পরিবারের মধ্যে ঝামেলা চরমে উঠলে সাকিবের বাবা মা কে মারধর করে তার আত্মীয়রা। ঘটনায় ঘরের ভিতরে থাকা সাকিব বাবা মা কে বাঁচাতে গেলে আত্মীয়দের ছোড়া একটি ইট তার বুকে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে রাতে বাড়িতেই তার মৃত্যু হয়। মৃত কিশোরের পরিবারের অভিযোগ, সাকিব আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তার আত্মীয়রা হুমকি দেয়। সাকিবকে হাসপাতালে না নিয়ে যেতে পারায় তার মৃত্যু হয়েছে।

এদিকে সাকিবের মৃতুর খবর পাওয়ার পর বৃহস্পতিবার সকাল থেকেই ক্ষোভে ফেটে পড়ে এলাকার বাসিন্দারা। তারা অভিযুক্তদের বাড়ি যাওয়ার রাস্তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক অভিযুক্তকে গ্রেফতার করার পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here