বনগাঁয় ছাদে উঠে খেলতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল ৬ বছরের শিশুর, মৃত্যু একটি কুকুরেরও

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৯ নভেম্বর:
নবনির্মিত বাড়ির ছাদে উঠে খেলা করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল ৬ বছরের শিশু কন্যার। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার হাসপাতাল কালীবাড়ি রোড এলাকার সাত নম্বর ওয়ার্ডে। মৃত শিশুটির নাম বর্ষা হোড়।

স্থানীয়রা জানিয়েছেন, বর্ষা একটি পুতুল নিয়ে নবনির্মিত ওই বাড়ির ছাদে খেলতে উঠেছিল। বাড়ির ছাদের পাশ দিয়ে বিদ্যুতের হাই টেনশন লাইন চলে গেছে। খেলতে খেলতে সেই তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয় ওই শিশু। বিকট শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখে তারের পাশে ছাদের উপর শিশুটি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত অবস্থায় ঝুলে রয়েছে৷ পাশে মৃত অবস্থায় জড়িয়ে রয়েছে একটি কুকুরও।

ঘটনাস্থলে উপস্থিত হয় বনগাঁ থনার পুলিশ। স্থানীয়দের অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে বারবার বলা সত্ত্বেও এখান থেকে ওই হাই টেনশন তার সরায়নি। পাশাপাশি নির্মীয়মাণ বাড়ির মালিক বাড়িটি দীর্ঘদিন অরক্ষিত অবস্থায় ফেলে রেখেছে। তবে একই সঙ্গে কুকুরটিরও কিভাবে মৃত্যু হল তা নিয়ে সন্দিহান এলাকার বাসিন্দারা। কুকুরটি হয়ত শিশুটিকে বাঁচাতে গিয়েছিল, অনেকেরই ধারণা সেরকম। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বনগাঁ শহরে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here