সাইকেলে করে মহারাষ্ট্রের সোলাপুর থেকে ভারত ধাম যাত্রা ৭৩ বছরের বৃদ্ধের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ এপ্রিল: বাবা মা’র মৃত্যুর পর তাদের আশীর্বাদ নিয়ে শান্তির খোঁজে ভগবান দর্শনে বেরিয়ে পড়লেন। ৭৩ বছর বয়সে সাইকেলে করে মহারাষ্ট্রের সোলাপুর থেকে সারা ভারতবর্ষ ঘুরে ভারতের বিভিন্ন ধর্মীয় স্থান অর্থাৎ ভারত ধাম যাত্রা শুরু করলেন এক বৃদ্ধ মোরে মহারাজ।

চলতি বছরের জানুয়ারি মাসের ৪ তারিখ থেকে মহারাষ্ট্রের সোলাপুর থেকে এই যাত্রা শুরু করেন মোরে মহারাজ। তারপর পাশের রাজ্য ওড়িশা থেকে পশ্চিমবঙ্গের দাঁতন পেরিয়ে শনিবার সকালে এসে পৌছালেন নারায়ণগড়ের বেলদা থানা এলাকায়। এরপর দীর্ঘ পথ পরিক্রমা করে পুনরায় তিনি পৌঁছবেন মহারাষ্ট্রে। তাঁর সাইকেলে জাতীয় পতাকা সেইসঙ্গে ধর্মীয় পতাকা লাগিয়েছেন। বেলদা থেকে যাবেন কলকাতা, গঙ্গাসাগর, অসম, কাশি, গোরখপুর, অযোধ্যা, নেপাল, অমরনাথ, জম্মু-কাশ্মীর, অমৃতসর, পুষ্কর, দ্বারকা। এরপর মহারাষ্ট্রে শেষ করবেন তার এই যাত্রা।

দীর্ঘ এই পথ পরিক্রমায় মাঝে বেশ কিছুদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তার যাত্রা স্থগিত রাখতে হয় বলে আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানালেন তিনি। তবে এদিন বেলদার জাতীয় সড়কে সাময়িক বিশ্রাম নিয়ে পুনরায় পাড়ি দিলেন তার পরবর্তী গন্তব্যস্থলে। সেই চিত্র ধরা পড়ল আজ আমাদের ক্যামেরায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here