জলপাইগুড়িতে বিএসএফের হাতে ধৃত এক বাংলাদেশি যুবক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২০ সেপ্টেম্বর: দেশে ফেরার পথে জলপাইগুড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বাংলাদেশের এক যুবককে গ্রেফতার করল বিএসএফ। ধৃতের নাম মহম্মদ রবিউল ইসলাম। বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার মিদরাঙে গ্রামের বাসিন্দা। বিএসএফ বাহিনী সোমবার ধৃতকে কোতোয়ালি থানায় তোলার পর মঙ্গলবার ধৃতকে জেলা আদালতে তোলা হয়।

পুলিশ জানায়, সদর ব্লকের মাণিকগঞ্জ এলাকার পাঠান পাড়ার বিপিও এলাকা দিয়ে দেশে ফেরার চেষ্টা করছিল রবিউল। সেই সময় বিএসএফ তাকে গ্রেফতার করে। মাণিকগঞ্জ এলাকায় ভারত বাংলাদেশ সীমান্তের ২২ কিমি এলাকা কাঁটাতার নেই। অভিযোগ, বার বার সেই এলাকা দিয়ে অনুপ্রবেশ, চোরাচালান, এমনকি গরু পাচারের অভিযোগ উঠছে। ধৃতকে জেরা করে পুলিশ জানতে পারেন, ধৃত যুবক নেপালের এক জিন্সের প্যান্ট তৈরির কারখানায় কাজ করেন দীর্ঘদিন থেকে। নেপাল থেকে ভারত হয়ে অবৈধভাবে দেশে ফেরার চেষ্টা করার সময় ধরা পরে। মাণিকগঞ্জ সীমান্ত পার হলেই বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার বাসিন্দা ওই যুবক ধরা পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *