
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৭ মার্চ: জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল শুল্ক দফতর। ওই যুবকের কাছ থেকে প্রচুর দেশদ্রোহী নথি উদ্ধার করেছে শুল্ক দফতর। তা দেখে অভিবাসন দফতর তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ওই যুবক পুলিশি জেরায় কোনো সদুত্তর না দেওয়ায় তাঁকে গ্রেফতার করে পেট্রাপোল থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে যাচ্ছিল ওই যুবক। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। পুলিশ জানিয়েছে, তার কাছ থেকে কিছু সন্দেহজনক কাগজপত্র উদ্ধার করেছে অভিবাসন দপ্তর। যেগুলি দেখে দেশদ্রোহী কার্যকলাপের যুক্ত বা কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত বলে অনুমান। ওই যুবক ১০ দিন আগে ভারতে এসেছিল। ২০২১ সালের পর থেকে বেশ কয়েকবার ভারতে এসেছিল এই যুবক তেমনই খবর পুলিশ সূত্রে। এছাড়া বিভিন্ন দেশের ফোন নম্বর সহ প্রচুর নথি উদ্ধার করা হয়েছে।
সরকারি আইনজীবী অসিম দে বলেন, তার কাছ থেকে ভারত বিরোধী কার্যকলাপের নথি মিলেছে৷ সে কারণে তাঁকে গ্রেফতার করে সোমবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। যদিও তদন্তের স্বার্থে এখনই তাঁর নাম বা যে নথি উদ্ধার হয়েছে তা গোপন রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই যুবক কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখতে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।