জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জানুয়ারি: মেদিনীপুর শহরের ধর্মা এলাকায় রবিবার বিকেল তিনটে নাগাদ নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি একটি বাইকের পিছনে ধাক্কা মারলে ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু হয়। মৃত বাইক আরোহীর নাম ভোলানাথ রায়। বয়স ৪৪ বছর। বাড়ি মেদিনীপুর শহরের কুমোরপাড়া এলাকায়।
এদিন বিকেল তিনটে নাগাদ তিনি কেশপুর থেকে মেদিনীপুর শহরে ফিরছিলেন। সেই সময় কেশপুর অভিমুখী একটি পণ্য বোঝাই লরি তার বাইকটিকে মুখোমুখি ধাক্কা মারলে বেশ কিছুটা দূরে রাস্তার উপর ছিটকে পড়েন। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ লরিটি আটক করলেও চালক ও খালাসি পলাতক।