ঝাড়গ্রামের সারদাপিঠ স্কুলের প্রাচীরে ধাক্কা যাত্রীবাহী বাসের, চাপা পড়লো একটি গরু ও দুই মোটরসাইকেল আরোহী

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১ ফেব্রুয়ারি: ঝাড়গ্রাম শহরের সারদাপিঠ মোড়ে বিদ্যালয়ের প্রাচীর ভেঙ্গে ঢুকে পড়ল একটি যাত্রীবাহী বাস। বাসের নিচে চাপা পড়লো দুটি বাইক ও একটি গরু। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনটি ঘটে বুধবার দুপুর নাগাদ। লোধাসুলি থেকে ঝাড়গ্রাম শহরে প্রবেশের মুখে সারদাপিঠ স্কুলের সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে বাসের চালক প্রাচীর ভেঙ্গে ঢুকে পড়ে। সেই সঙ্গে বাসের নিচে চাপা পড়ে যায় দু’জন বাইক আরোহী ও একটি গরু। মুহূর্তের মধ্যে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ঝাড়গ্রাম থানার পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুর্ঘটনাগ্রস্থ ব্যক্তিদের আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। তবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি। কিন্তু বাসের চালক পলাতক। পুলিশ বাসটিকে আটক করেছে। ওই ঘটনার পর ঝাড়গ্রাম- লোধাশুলি রাজ্য সড়কে সমস্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। যার ফলে সমস্যায় পড়েন বহু মানুষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here