ডালখোলায় বাড়ির সামনে সিপিএম কর্মীকে গুলি করে খুন

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৩ জানুয়ারি: এক সিপিএম কর্মীকে বাড়ির সামনে গুলি করে খুন করে পালাল দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে ডালখোলা থানার সূর্যাপুর গ্রাম পঞ্চায়েতের হাসান গ্রামে। পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম গুরুচাঁদ রায় (৫৫), বাড়ি হাসান গ্রামে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

পরিবারসূত্রে জানা গিয়েছে, ডালখোলা থানার সূর্যাপুর গ্রাম পঞ্চায়েতের হাসান গ্রামের বাসিন্দা গুরুচাঁদ রায় দীর্ঘদিন ধরে সিপিএমের কর্মী ছিলেন। রাতে গুরুচাঁদবাবু বাড়িতে রান্না করছিলেন। সেই সময় একটি বাইকে করে দুই দুষ্কৃতী বাড়ির সামনে এসে গুরচাঁদবাবুকে ডাকাডাকি করলে গুরুচাঁদবাবু বাড়ির থেকে বেরিয়ে আসলে তাঁকে উদ্যেশ্য করে মাথায় গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। মাথায় গুলি লাগায় মাটিতে পড়ে যান গুরুচাঁদবাবু।

গুলিও আওয়াজ শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডালখোনা থানার পুলিশ। গুরুচাঁদবাবু মৃতদেহটি ময়নাতদন্তের জন্য প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে ফরেনসিক এবং ভিডিওগ্রাফি পোস্টমর্টেম ব্যবস্থা না থাকায় মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। কে বা কারা কি কারনে গুরুচাঁদবাবুকে গুলি করে খুন করল তার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। গুরুচাঁদবাবু আত্মীয় অমৃত মন্ডল জানিয়েছেন, গ্রামের কোনও গন্ডগোলের জেরে তাকে গুলি করে খুন করা হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here