ঘাটাল শহরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় একটি পা বাদ গেল এক সাইকেল আরোহীর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার ঘাটাল সংলগ্ন বরদা চৌকান মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় পেশায় গৃহশিক্ষক তুহিন কান্তিদেব (৫০) ঘাটালের ১৩ নম্বর পল্লীর বাসিন্দা সাইকেলে করে ঘাটাল থেকে বরদার চৌকানে টিউশন পড়াতে যাওয়ার সময় অপরদিক থেকে দূত গতিতে আসা একটি বারো চাকার লরি, তার একটি পা পিষে দিয়ে চলে যায় বলে দাবি স্থানিয় পথচারীদের।

ঘটনার পর স্থানীয় পথচারী ও ঘাটাল পুলিশের সহযোগিতায় ওই ব্যাক্তিকে উদ্ধার করে স্থানীয় ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন তুহিনবাবু। চিকিৎসকেরা তুহিন কান্তি দেবের একটি পা বাদ দেয়ার পরামর্শ দেয় বলে জানা যায় হাসপাতাল সূত্রে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here