বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের কথা জানাতে মোদীর শরনাপন্ন হচ্ছেন সেদেশের হিন্দুুদের একটি প্রতিনিধি দল, উদ্যোগী ভিএইচপি

ছবি: বাংলাদেশের হিন্দু নেতা গোবিন্দ প্রামাণিক।
নীল বনিক, আমাদের ভারত, ২৯ ফেব্রুয়ারি: : বাংলাদেশের হিন্দুদের দূরবস্থা বোঝাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শরনাপন্ন হচ্ছেন বাংলাদেশের হিন্দুুদের একটি প্রতিনিধি দল। আগামী ১৭ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে থাকছেন। সেইসময় বাংলাদেশের মতুয়া ও হিন্দু সম্প্রদায়ের নেতারা মোদীর সঙ্গে বৈঠক করার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন।

বাংলাদেশের হিন্দু নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বিশ্ব হিন্দু পরিষদের দ্বারস্থ হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদও বাংলাদেশের হিন্দুদের অত্যাচারের কাহিনী প্রধানমন্ত্রীকে জানাতে তৎপর হয়েছে।
এরাজ্যের বিশ্ব হিন্দু পরিষদের এক নেতা সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশের চট্টগ্রাম, বড়িশাল, খুলনার কয়েকজন হিন্দু নেতাদের সঙ্গে ঢাকাতে বৈঠক করেছেন তিনি। হিন্দুদের অত্যাচারের কথা এরাজ্য ও দিল্লির বিশ্ব হিন্দু পরিষদ নেতাদের জানিয়েছেন ঐ বিশ্ব হিন্দু পরিষদ নেতা।

এমনকি বাংলাদেশের মতুয়াদের করুন কাহিনীর কথা বাংলাদেশে গিয়ে সম্প্রতি শুনে এসেছেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর। তাঁকেও বাংলাদেশের মতুয়া সংঘের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সফরে থাকছেন বিজেপি সাংসদ শান্তুনু ঠাকুর।

সূত্রের খবর ১৭ মার্চ বাংলাদেশের হিন্দু নেতা গোবিন্দ প্রামানিকের নেতৃত্বে বাংলাদেশের হিন্দুদের একটি প্রতিনিধি দল মোদীর সঙ্গে দেখা করবেন। বাংলাদেশের হিন্দুরা যাতে পুরোপুরি সুরক্ষা পায় তার জন্য হাসিনার ওপর চাপ তৈরি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মারকলিপি দেবেন বাংলাদেশের হিন্দু নেতা গোবিন্দ্র প্রামানিক।

One thought on “বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের কথা জানাতে মোদীর শরনাপন্ন হচ্ছেন সেদেশের হিন্দুুদের একটি প্রতিনিধি দল, উদ্যোগী ভিএইচপি

Leave a Reply to Kashi Nath Das Cancel reply

Your email address will not be published. Required fields are marked *