অন্য রকম অনুষ্ঠান ‘বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ’

আমাদের ভারত, ১৩ জানুয়ারি: বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ। গানের সম্পর্কে কেমন করে বাঁধলেন একে অপরকে? স্বামী বিবেকানন্দর জন্মতিথি উপলক্ষে শনিবার এক অভিনব অনুষ্ঠানের আয়োজন করছে সাংস্কৃতিক গোষ্ঠী ‘কৌস্তুভ’।

উদ্যোক্তা-গায়িকা শ্রবন্তী বসু বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১৪ জানুয়ারি, শনিবার বিকেল সাড়ে চারটেয় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার, গোলপার্কে এই অনুষ্ঠান হবে। প্রবেশ অবাধ। অনুষ্ঠানের অগ্র ভাগে অধ্যাপক সৈকত সিনহা রায় প্রার্থনা সংগীত পরিবেশন করবেন। থাকবে তরুণ গোস্বামীর ভাবনায় ‘কবি ও সন্ন্যাসী’। বিবেকানন্দের প্রিয় রবীন্দ্রনাথের গান গাইবেন অরিন্দম বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র বিশেষজ্ঞ পীতম সেনগুপ্ত স্বর, ধ্বনি এবং ব্রহ্ম নিয়ে রবীন্দ্রনাথের ভাবনার দরজা খুলে দেবেন শ্রোতাদের সামনে।

থাকছে কিছু তরতাজা প্রাণের সূচনা সঙ্গীত ‘দক্ষিণী’ শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে। এক নবীন মনের পরবর্তী উপস্থাপনা সরোদ বাদন। অত্রিজ ব্যানার্জি মাইহার সেনিয়া ঘরানায় সুর ছড়িয়ে দেবেন। অবশ্যই ভিন্ন মেজাজের অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *