চন্দ্রকোনায় জমিতে কাজ করার সময় প্রাণ গেল এক কৃষকের, আহত এক মহিলা ও দুই গবাদি পশু

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মার্চ: মাঠে আলু ভাঙার (তোলার জন্য) জন্য নাঙ্গল করার সময় বজ্রপাতে সুকুমার রানা নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনায় তার সাথে কর্মরত ছিলেন আরো ৪-৫ জন পুরুষ ও মহিলা, তাদের মধ্যে গুরুতর আহত গোলাপি রানা নামের এক মহিলা আহত হয়েছেন। তিনি মৃত সুকুমার রানার বৌদি বলে জানা গিয়েছে এবং আহত হয়েছে দুটি গবাদি পশু। বুধবার বিকেলে চন্দ্রকোনা বিধানসভার মাধবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকালে বাড়ির থেকে কিছুটা দূরে জমির আলু ভাঙার জন্য গিয়েছিলেন তাঁরা। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যে তাঁরা নিজেদের কাজ চালিয়ে যান। হঠাৎ আলুর ক্ষেতে বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় সুকুমার রানা মারা যান এবং আহত হন তার সাথে থাকা তাঁর বৌদি ও দুটি গবাদি পশু।

ঘটনা জানাজানি হতেই আলুর খেতে ছুটে যায় এলাকার সাধারণ মানুষজন এবং সুকুমার রানাকে এবং তার আহত বৌদিকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে আসেন। পরে সেখান থেকে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক সুকুমার রানাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পৌঁছায় চন্দ্রকোনা থানার পুলিশ।

গতকাল তাদের বাড়ি সদস্যদের সাথে দেখা করতে যান ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং আজ সকালে চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের বিডিও। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here