
জে মাহাতো, মেদিনীপুর, ১ আগস্ট: পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ নম্বর ব্লকের তুরকাতে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটি শাখাতে শনিবার সকালে আগুন লাগায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকাবাসীদের প্রাথমিক অনুমান, ব্যাংকের ভেতর বিদ্যুতের তারে শর্ট সার্কিট হওয়ার কারণেই আগুন লেগেছে। দাঁতন থানার পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে কোথা থেকে কিভাবে এই আগুন লাগলো তা এখনো স্পষ্ট করে কিছু বোঝা যায়নি বলে দাঁতন থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন।