আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ ডিসেম্বর:
পশ্চিম মেদিনীপুর জেলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এন্টারপ্রেনারর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খাস জঙ্গলের যৌথ উদ্যোগে আগামী ৫ জানুয়ারি থেকে পাঁচদিনের ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হবে শহরের বিদ্যাসাগর হল ময়দানে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে ওই ঘোষণা করেছেন চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক চন্দন বসু। হাজির ছিলেন দুই সংগঠনের অন্যান্য কর্মকর্তারাও। এবারের মেলায় মূলত জেলার ক্ষুদ্র কুটিরশিল্প এবং হস্ত শিল্পের উপর জোর দেওয়া হবে। তাছাড়াও জেলার মহিলা ও নতুন প্রজন্মকে ব্যাবসায় উৎসাহিত করা হবে এই মেলায়।