প্রেস ক্লাব প্রাঙ্গনে নেতাজীর একটি পূর্ণাবয়ব মূর্তি

আমাদের ভারত, কলকাতা, ২৩ জানুয়ারি: নেতাজীর ১২৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাব প্রাঙ্গনে নেতাজীর একটি পূর্ণাবয়ব মূর্তির আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করা হয়। সোমবারের এই অনুষ্ঠানে কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, সম্পাদক কিংশুক প্রামাণিক সহ প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতাজীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রেস ক্লাব সভাপতি স্নেহাশিস সুর বলেন, দিনটি ভারতবাসী তথা বাংলার সকল মানুষের কাছে দেশমাতৃকার প্রতি নিজের জীবনকে গর্বকে পুনরায় উৎসর্গিত করার দিন। অনুষ্ঠানে কিংশুক প্রামাণিক বলেন, প্রেস ক্লাবে নেতাজীর মূর্তি প্রতিষ্ঠা করে আমরা সকলে গর্ব অনুভব করছি। নেতাজী বাংলার অহংকার বাংলার গৌরব। নেতাজীর অন্তর্ধান সম্পর্কে প্রকৃত তথ্য তুলে ধরার দাবি জানিয়েছেন
তিনি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here