মুখ্যমন্ত্রীর ফেসবুক লাইভের সময় কমেন্ট বক্সে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে মন্তব্য করার অভিযোগ এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১০ মে: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক লাইভের সরাসরি সম্প্রচারের সময় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা করে পোস্ট করার অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। এই ঘটনায় তোলপাড় উত্তর ২৪ পরগনা জুড়ে।

সোমবার ফেসবুক লাইভে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান নিয়ে লাইভ করেন তিনি। সেই সময় লাইভেরই কমেন্টে জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা করেন ওই তৃণমূল কর্মী। পরে তাঁর পরিচয় জানতে পারা যায়। এরপর দফায় দফায় পুলিশ হানা দিচ্ছে তাঁর বাড়িতে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তৃণমূল কর্মীর নাম সিন্টু ভট্টাচার্য। বনগাঁ ১৭ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা।

সিন্টু ভট্টাচার্যের ভাই বলেন, দাদা ফেসবুকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সম্প্রচারের সময় রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সমালোচনা করেছে। তাতে লিখেছে, “বালু মল্লিক উত্তর ২৪ পরগনাটা শেষ করছে, দিদি দয়া করে আপনি নজর দিন” এই মন্তব্যকে ঘিরে দফায় দফায় পুলিশ বাড়িতে এসে বাজে ব্যবহার করছে।

পিন্টু ভট্টাচার্যের বাবা স্বপন ভট্টাচার্য বলেন, ছেলে ভুল করে ফেলেছে, সেটা যত দ্রুত সম্ভব মিটে যায় সেটা চাই।

পুলিশ সূত্রের খবর, সিন্টু ভট্টাচার্যের পোস্ট দেখে তৃণমূল কর্মী তন্ময় রায় রবিবার হাবড়া থানায় অভিযোগ দায়ের করে। লিখিত অভিযোগ পেয়ে পুলিশ সিন্টু ভট্টাচার্যকে ধরতে তল্লাশি শুরু করে। পলাতক সিন্টু ভট্টাচার্য।

এই বিষয়ে বনগাঁ তৃণমূল নেতা শংকর আঢ্য বলেন, তৃণমূল কংগ্রেসের হয়ে সিপিএমের বিরুদ্ধে লড়াই করেছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং উন্নয়নের কান্ডারী তিনি। তাঁর বিরুদ্ধে এমন ধরনের মন্তব্য করছে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল শেঠ বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের অভিভাবক তার প্রসঙ্গে ফেসবুকে বাজে মন্তব্য করলে তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। দল তাকে প্রশ্রয় দেবে না।

এই বিষয়ে বনগাঁ জেলা বিজেপির সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন, একজন তৃণমূল কংগ্রেসের কর্মী বন মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করেছে, তৃণমূল কংগ্রেসের কর্মীদের এই অবস্থা। তাহলে ভাবুন সাধারণ মানুষের কি অবস্থা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *