৩৯ দিন ধরে অসহায়দের পাশে একদল যুবক

আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৩ মে: লকডাউনে মানুষের পাশে দাঁড়াচ্ছেন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের একদল যুবক। নিজেরা চাঁদা দেওয়ার পাশাপাশি বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে সাহায্য নিয়ে টানা ৩৯ দিন দুপুরে রান্না করা খাবার তুলে দিচ্ছেন সমস্যায় থাকা মানুষদের হাতে। খাবার দিচ্ছেন গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রোগীদের পরিজনদের, এলাকার ভিখারী, ভবঘুরে, স্থানীয় কিছু দুঃস্থ মানুষ এবং স্থানীয় স্কুলে কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকদের। এলাকার উপর দিয়ে ফেরা পরিযায়ী শ্রমিকদেরও তারা খাবার খাওয়াচ্ছেন। এভাবে প্রতিদিন গড়ে ৩০০ জন মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন এই যুবকরা।

কখনো সবজি ভাত, কখনো ডিম ভাত, কখনো মাছ-মাংসও থাকছে মেনুতে। যুবকদের এই উদ্যোগকে যেমন প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে, তেমনি সাধুবাদ জানাচ্ছেন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। আর শুধু সাধুবাদ জানিয়েই ক্ষান্ত থাকছেন না অনেকেই বাড়িয়ে দিচ্ছেন সাহায্যের হাত। এই কর্মসূচির উদ্যোক্তা সত্যকাম পট্টনায়েক, কল্যাণ বারিক, সত্যরঞ্জন বারিক, সুব্রত সিংহ,শঙ্খ শ্যামল, প্রতীক দত্ত, জয়দেব দাস, কাজল দাস, সন্তু প্রধান, আকাশ দাস, অভিষেক পাল সহ অন্যারা। এঁদের বক্তব্য, বিপদের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা একাজে এগিয়ে এসেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *