আমফান দুর্গতদের পাশে দাড়াতে বাধা, দিলীপ ঘোষকে আটকে দিল বিশাল পুলিশ বাহিনী

নীল বনিক, আমাদের ভারত, ২৩ মে: প্রথম দিনই দিলীপ ঘোষের জেলা সফরে বাধ সাধলো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ। ক্যানিং যাওয়ার পথে গড়িয়াতেই তাঁর গাড়ি আটকে দেয় বিশাল পুলিশবাহিনী।

গতকালই দিলীপ ঘোষ বলেছিলেন, দুর্গতদের প্রকৃত অবস্থা খতিয়ে দেখতে জেলা সফর করবেন। সেইমতো
আজ শনিবার সল্টলেকে থেকে সকালে দক্ষিণ চব্বিশ পরগনার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। কিন্তুু গড়িয়ার ঢালাই ব্রিজের সামনে তাঁর গাড়ি আটকায় পুলিশ। দিলীপ ঘোষ জানিয়েছেন, আমার যাত্রা ভঙ করতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল পুলিশ পাঠিয়েছেন। আমি আমফানের দুর্গতের পাশে থাকতে এদিন ক্যানিং সহ বেশকিছু জায়গায় পরিদর্শন করতাম। কিন্তুু অনৈতিক ভাবে রাজ্যের পুলিশ আমার গাড়ি আটকায়। তবে আমার গাড়ি আটকে রাজ্য সরকার বিজেপিকে রুখতে পারবে না। তবে দিলীপবাবুকে কেন আটকানো হল তা নিয়ে তাঁকে সরাসরি কিছু বলা হয়নি। বিজেপি নেতাদের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দিলীপবাবু ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় গেলে মানুষ ভিড় করবে এর ফলে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হবে না, তাই তাকে যেতে দেওয়া হচ্ছে না।

দিলীপবাবু বলেন, করোনার পরিস্থিতির পর থেকেই আমাদের সব সাংসদের গাড়ি আটকেছে পুলিশ। তারপরেও বিজেপি কর্মীরা মানুষের পাশে থেকেছে। বিজেপির নেতাদের গাড়ি আটকে রাজ্যে বিজেপির আগমন মমতা বন্দ্যোপাধ্যায় রুখতে পারবেন না।

দলের রাজ্য সভাপতির গাড়ি আটকানোর কড়া নিন্দা করেছেন দলের কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেনন। তিনি ট্যুইট করে বলেন, রাজ্যে গণতন্ত্র নেই, তা এদিন আরও একবার প্রমানিত হলো। ঘটনার নিন্দা করেছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি জানান পুলিশ এভাবেই অনৈতিক ভাবে বিজেপির সাংসদদের আটকে দিচ্ছে।সাংসদের আটকে রাজ্যে বিজেপিকে আটকানো যাবে না, ট্যুইট করে জানান অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *