
সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ সেপ্টেম্বর: পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ শ্রাদ্ধ করতে
নদীঘাট গুলিতে মানুষের ঢল। ভোর হতেই সতীঘাটে গন্ধেশ্বরী নদীতে, দ্বারকেশ্বর নদীর পাটপুর মীনাপুর, এক্তেশ্বর ঘাট গুলিতে মানুষের সমাগম শুরু হয়। পুরোহিত মশাইরা ও হাজির হন ঐ সময়। বেলা গড়াতে সমাগমও বাড়তে থাকে। শ্রাদ্ধের উপকরণ নিয়ে হাজির হতে থাকেন তারা। দলবেঁধে পিতৃপুরুষের উদ্দেশ্য মন্ত্রোচ্চারণ করে জল দান করা হয়। এক একজন পুরোহিত তার নিজ যজমানদের শ্রাদ্ধে সহযোগিতা করেন।
গত কয়েক বছর ধরে মীনাপুর শ্মশান ঘাটে পিতৃপুরুষের উদ্দেশ্য তর্পণ শ্রাদ্ধ সারেন সুশান্ত নন্দী, আশীষ চট্টপাধ্যায়। এই দিনটিতে এই ঘাটে এসে তর্পণ শ্রাদ্ধ সারেন বলে জানান তারা।
পুরোহিত জনার্দন ভট্টাচার্য জানান, এই দিনটিতে এখানে আসতে হয় যজমানদের তর্পন শ্রাদ্ধ করাতে।
তর্পন শ্রাদ্ধ উপলক্ষে বহু মানুষের আগমনে যাতে কোনও রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে দৃষ্টি রেখে ব্যাপক পুলিশি বন্দোবস্ত করা হয়। নদী ঘাট গুলি ব্যবহার যোগ্য করতে পুরসভার পক্ষ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়।