আমাদের ভারত, জলপাইগুড়ি, ১২ অক্টোবর: শব্দবাজি মজুত করে বিক্রি করার অভিযোগ পেয়ে জলপাইগুড়ির রাজগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে দীপাবলির আগে রাজগঞ্জ বাজার থেকে প্রচুর শব্দবাজি উদ্ধার করল। উদ্ধার হওয়া বাজির বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। গ্রেফতার করা হয় দু’জন বাজি ব্যবসায়ীকে। ধৃতরা হলেন স্বপন সাহা, বাড়ি সাহা পাড়া ও অপূর্ব পাল, বাড়ি বাবু পাড়া। ধৃতরা দোকান থেকে শব্দবাজি বিক্রি করছিলেন বলে দাবি পুলিশের। বুধবার ধৃতদের জেলা আদালতে তোলা হয়।
অভিযোগ, দীপাবলির আগে বাজি ব্যবসায়ীদের একাংশ শব্দবাজি মজুত করে থাকেন। আদালতের নির্দেশে শব্দবাজি বিক্রি বন্ধ করতে জেলাজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানালেন পুলিশ সুপার দেবর্ষি দত্ত। তিনি বলেন,”ব্যবসায়ীদের সর্তক করা হচ্ছে। এর পরেও শব্দবাজি পাওয়া গেলে অভিযান চলবে ও আইনি পদক্ষেপ নেওয়া হবে।”