
স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১২ জানুয়ারি: এ যেন কেঁচো খুঁড়তে কেউটে। দুর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার গুঞ্জরিয়া গ্রাম পঞ্চায়েতের অলিগঞ্জ এলাকায়।
জানা গিয়েছে, এদিন রায়গঞ্জ অভিমুখী একটি গাড়ি ভুটভুটিকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। এরপরই গাড়ি ছেড়ে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। গাড়িটি উদ্ধারের সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজার প্যাকেট উদ্ধার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় প্রায় ৩৩টি গাঁজার প্যাকেট। কোথা থেকে সেগুলি আনা হচ্ছিলো তা খতিয়ে দেখার পাশাপাশি গাড়ির চালকেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।