ট্রেন দুর্ঘটনার পর নিখোঁজ চন্দ্রকোনার এক ব্যক্তি

কুমারেশ রায়, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন:
২ জুন শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ করমন্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, শুরু হয়েছে মৃত্যুর মিছিল।
ইতিমধ্যেই প্রাথমিক খবরে জানা গিয়েছে ঘাটাল মহকুমার বেশ কয়েকজন ব্যক্তি ওই ট্রেনে ছিলেন।

দুর্ঘটনার পর নিখোঁজ চন্দ্রকোনার এক ব্যক্তি। নিখোঁজ ব্যক্তির নাম বিজয় মন্ডল(৫৫), বাড়ি চন্দ্রকোনা পৌরসভার ৭ নং ওয়ার্ডের বোনা এলাকায়। তার পারিবারিক সূত্রে জানা গিয়েছে, কটকে ডাক্তার দেখাতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফিরছিলেন যশবন্তপুর-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে। ট্রেনে উঠেছিলেন বাড়ি ফেরার জন্য। চন্দ্রকোনার বোনা এলাকার এই ব্যক্তির এখনো পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছে না বাড়ির লোকজন। ওই ব্যক্তির সঙ্গে আরও একজন ছিলেন, তাঁর ফোন বন্ধ।

পরিবারের লোকজন যোগাযোগ করার চেষ্টা করলেও বিজয় মন্ডলের সম্পর্কে কিছু খোঁজ দিতে পারছে না বলে জানাগেছে।
দুশ্চিন্তায় পরিবারের সদস্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here