ডেবরার বারুনিয়া গ্রামে আদিবাসী মহিলার দেহ উদ্ধারের ঘটনার ধৃত এক ব্যক্তি

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি:
পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বারুনিয়া গ্রামে গত শনিবার সকালে এক আদিবাসী মহিলার দেহ উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে। জানাগেছে, ঐ মহিলার বাড়ি থেকে প্রায় দুই কিমি দূরে ইসলামপুর গ্রামে রাস্তা থেকে কিছুটা দূরে একটি ঝোপের মধ্যে ঐ মহিলার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ডেবরা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

অন্যদিকে, ঐ মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। ঘটনায় জড়িত থাকা ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে, ডেবরা -সবং রাস্তার গোদাবাজার এলাকা অবরোধ করেন গ্রামবাসীরা। পরে তা তুলেও নেয়। পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার বারুনিয়া গ্রামের এক আদিবাসী মহিলা খুনের ঘটনায় আজ পুলিশ শৈল দিয়াসী নামে এক মধ্যবয়ষ্ক ব্যক্তিকে গ্রেফতার করেছে। আজ বিকেলে জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান। সেই সঙ্গে তিনি ঐ মহিলাকে ধর্ষণের অভিযোগ খারিজ করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণ করে খুনের কথা নেই বলেও জানান।অভিযুক্তকে আগামীকাল মেদিনীপুর আদালতে পেশ করে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here